30. আর ইমামেরা ও লেবীয়েরা নিজেরা পাক-পবিত্র হল এবং তারা লোকদেরকে ও সমস্ত দ্বার ও প্রাচীর পাক-পবিত্র করলো।
31. পরে আমি এহুদার নেতাদেরকে প্রাচীরের উপরে আনলাম এবং প্রশংসা-গজলকারী দুই মহা সংকীর্তন-দল নির্ধারণ করলাম; তার এক দল) প্রাচীরের উপর দিয়ে দক্ষিণ পাশে সার-দ্বারের দিকে গেল;
32. তাদের পিছনে হোশিয়য় ও এহুদার কর্মকর্তাদের অর্ধেক,
33. এবং অসরিয়, উযায়ের ও মশুল্লম,