দ্বিতীয় বিবরণ 7:16-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. আর তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার হাতে যে সমস্ত জাতিকে তুলে দেবেন, তুমি তাদেরকে অধীনস্ত করবে; তোমার চোখ তাদের প্রতি রহম না করুক এবং তুমি তাদের দেবতাদের সেবা করো না, কেননা তা তোমার ফাঁদস্বরূপ।

17. যদি তুমি মনে মনে বল, এই জাতিরা আমার থেকে সংখ্যায় বেশি, আমি কেমন করে এদেরকে অধিকারচ্যুত করবো?

18. তুমি তাদের ভয় করো না; তোমার আল্লাহ্‌ মাবুদ ফেরাউন ও সমস্ত মিসরের প্রতি যা করেছেন,

দ্বিতীয় বিবরণ 7