6. রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক,তবুও তার লোক অল্পসংখ্যক হোক।
7. আর এহুদার বিষয়ে তিনি বললেন,হে মাবুদ, এহুদার কান্না শুন,তার লোকদের কাছে তাকে আন;সে স্বহস্তে তার পক্ষে যুদ্ধ করলো,তুমি দুশমনদের বিরুদ্ধে তার সাহায্যকারীহবে।
8. আর লেবির বিষয়ে তিনি বললেন,তোমার সেই ভক্তের সঙ্গে তোমার তুম্মীমও ঊরীম রয়েছে;যার পরীক্ষা তুমি মঃসাতে করলে,যার সঙ্গে মরীবার পানির কাছে ঝগড়াকরলে।
9. সে তার পিতার ও তার মাতার বিষয়েবললো,আমি তাকে দেখি নি;সে তার ভাইদেরকে স্বীকার করলো না,তার সন্তানদেরকেও চিনলো না;কেননা তারা তোমার কালাম রক্ষাকরেছে,এবং তোমার নিয়ম পালন করে।