দ্বিতীয় বিবরণ 33:5-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. যখন নেতৃবর্গ সমাগত হল,ইসরাইলের সমস্ত বংশ একত্র হল,তখন যিশুরূণে এক জন বাদশাহ্‌ ছিলেন।

6. রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক,তবুও তার লোক অল্পসংখ্যক হোক।

7. আর এহুদার বিষয়ে তিনি বললেন,হে মাবুদ, এহুদার কান্না শুন,তার লোকদের কাছে তাকে আন;সে স্বহস্তে তার পক্ষে যুদ্ধ করলো,তুমি দুশমনদের বিরুদ্ধে তার সাহায্যকারীহবে।

8. আর লেবির বিষয়ে তিনি বললেন,তোমার সেই ভক্তের সঙ্গে তোমার তুম্মীমও ঊরীম রয়েছে;যার পরীক্ষা তুমি মঃসাতে করলে,যার সঙ্গে মরীবার পানির কাছে ঝগড়াকরলে।

দ্বিতীয় বিবরণ 33