দ্বিতীয় বিবরণ 33:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর আল্লাহ্‌র লোক মূসা মৃত্যুর আগে বনি-ইসরাইলকে যে দোয়া করলেন তা এই:

2. তিনি বললেন,মাবুদ সিনাই থেকে আসলেন,সেয়ীর থেকে তাদের প্রতি উদিত হলেন;পারণ পর্বত থেকে তাঁর তেজ প্রকাশকরলেন,অযুত অযুত পবিত্র লোকদের কাছ থেকেআসলেন;তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময়শরীয়ত ছিল।

3. নিশ্চয় তিনি গোষ্ঠীদেরকে মহব্বত করেন,তাঁর পবিত্রগণ সকলে তোমার হস্তগত;তারা তোমার চরণতলে বসলো,প্রত্যেকে তোমার কালাম গ্রহণ করলো।

দ্বিতীয় বিবরণ 33