দ্বিতীয় বিবরণ 32:24-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. তারা ক্ষুধায় ক্ষীণ হবে,জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে আক্রান্তহবে;আমি তাদের কাছে জন্তুদের দাঁতপাঠাবো,ধূলির উপরে বুকে ভর করে চলা সাপেরবিষ সহকারে।

25. বাইরে তলোয়ার, গৃহমধ্যে মহাভয় বিনাশকরবে;যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ওশুক্লকেশ বৃদ্ধকে মারবে।

26. আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব,মানবজাতি মধ্য থেকে তাদের স্মৃতি মুছেফেলবো।

27. কিন্তু ভয় করি, পাছে দুশমন বিরক্ত করে,পাছে তাদের দুশমনদের বিপরীত বিচারকরে,পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত,এসব কাজ মাবুদ করেন নি।

দ্বিতীয় বিবরণ 32