দ্বিতীয় বিবরণ 32:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আসমান, আমার কথায় কান দাও, আমি বলি;দুনিয়া আমার মুখের কথা শুনুক।

2. আমার উপদেশ বৃষ্টির মত করেপড়বে,আমার কথা শিশিরের মত করে পড়বে,ঘাসের উপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মত,লতাগুল্মের উপরে পড়া পানির স্রোতেরমত।

3. কেননা আমি মাবুদের নাম তবলিগকরবো;তোমরা আমাদের আল্লাহ্‌র মহিমা ঘোষণাকর।

দ্বিতীয় বিবরণ 32