3. তুমি নগরে ও ক্ষেতে দোয়াযুক্ত হবে।
4. তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার বাছুর ও তোমার ভেড়ার বাচ্চাগুলো দোয়াযুক্ত হবে।
5. তোমার টুক্রী ও তোমার ময়দা মাখবার পাত্র দোয়াযুক্ত হবে।
6. ভিতরে আসার সময়ে তুমি দোয়াযুক্ত হবে এবং বাইরে যাবার সময়ে তুমি দোয়া যুক্ত হবে।