20. সর্বতোভাবে যা ন্যায্য তারই অনুগামী হবে, তাতে তুমি জীবিত থাকবে ও তোমার আল্লাহ্ মাবুদের দেওয়া দেশ অধিকার করবে।
21. তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে যে কোরবানগাহ্ তৈরি করবে, তার কাছে কোন রকম কাঠের আশেরা মূর্তি স্থাপন করবে না।
22. কোন স্তম্ভও উত্থাপন করবে না, কেননা তা তোমার আল্লাহ্ মাবুদের ঘৃণাস্পদ।