জবুর শরীফ 97:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো;দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।

5. পর্বতগুলো মোমের মত গলে গেল,মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।

6. বেহেশত তাঁর ধর্মশীলতা তবলিগ করেছে,এবং সমস্ত জাতি তাঁর গৌরব দেখেছে ।

7. লজ্জিত হোক সেই সকলে,যারা খোদাই-করা মূর্তির সেবা করে,যারা মূল্যহীন মূর্তির গর্ব করে;হে দেবতারা! সকলে তাঁকে সেজ্‌দা কর।

জবুর শরীফ 97