2. মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান,ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।
3. আগুন তাঁর অগ্রভাগ্রে গমন করে,চারদিকে তাঁর দুশমনদেরকে পুড়িয়ে ফেলে।
4. তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো;দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।
5. পর্বতগুলো মোমের মত গলে গেল,মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।