3. কেননা মাবুদ মহান আল্লাহ্,তিনি সমুদয় দেবতার উপরে মহান বাদশাহ্।
4. দুনিয়ার গভীর স্থানগুলো তাঁর হস্তগত,পর্বতমালার চূড়াগুলোও তাঁরই।
5. সমুদ্র তাঁর, তিনিই তা নির্মাণ করেছেন,তাঁরই হাত শুকনো ভূমি গঠন করেছে।
6. এসো, আমরা সেজ্দা করি, প্রণত হই,আমাদের নির্মাতা মাবুদের সাক্ষাতে জানু পাতি।