18. যখন আমি বলতাম, আমার চরণ বিচলিত হল,তখন, হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে সুস্থির রাখত।
19. আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালেতোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।
20. নাফরমানীর সিংহাসন কি তোমার সখা হতে পারে,যা আইন দ্বারা জুলুম রচনা করে?
21. তারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে,নির্দোষের রক্তকে দোষী করে।