15. যত দিন তুমি আমাদের দুঃখ দিয়েছ,যত বছর আমরা বিপদ দেখেছি,সেই অনুসারে আমাদের আনন্দিত কর।
16. তোমার গোলামদের কাছে তোমার কাজ,তাদের সন্তানদের উপরে তোমার মহিমা দৃষ্ট হোক।
17. আর আমাদের আল্লাহ্ মাবুদের প্রসন্নভাব আমাদের উপরে বর্তুক;আর তুমি আমাদের পক্ষে আমাদের হাতের কাজ স্থায়ী কর,আমাদের হাতের কাজ তুমি স্থায়ী কর।