জবুর শরীফ 90:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মালিক, তুমিই আমাদের বাসস্থান হয়ে আসছ,পুরুষানুক্রমে হয়ে আসছ।

2. পর্বতমালার জন্ম হবার আগে,তুমি দুনিয়া ও জগৎকে জন্ম দেবার আগে,এমন কি, অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই আল্লাহ্‌।

3. তুমি মানুষকে ধূলিতে ফিরিয়ে থাক,বলে থাক, বনি-আদমেরা, ফিরে যাও।

4. কেননা হাজার বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল,তা তো চলে গেছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।

জবুর শরীফ 90