জবুর শরীফ 89:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমি চিরকাল তোমার অটল মহব্বতের গান গাইব,আমি নিজের মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরায় ব্যক্ত করবো।

2. আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে,তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।

জবুর শরীফ 89