3. আমি তোমার অঙ্গুলি-নির্মিত আসমানগুলো,তোমার স্থাপিত চন্দ্র ও তারা নিরীক্ষণ করি,
4. (বলি), মানুষ কি যে, তুমি তাকে স্মরণ কর?মানুষ সন্তানই বা কি যে, তার তত্ত্বাবধান কর?
5. তুমি আল্লাহ্র চেয়ে তাদের অল্পই ন্যূন করেছ,গৌরব ও মহিমার মুকুটে বিভূষিত করেছ।
6. তোমার হস্তকৃত বস্তুগুলোর উপরে তাকে কর্তৃত্ব দিয়েছ,তুমি সকলই তার পায়ের তলায় রেখেছ;
7. সমস্ত ভেড়া ও গরু, আর বন্য সমস্ত পশু,