15. মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক;তারা জীবদ্দশায় পাতালে নামুক;কারণ তাদের বাড়িতে এবং তাদের অন্তরে নাফরমানী আছে।
16. আমি কিন্তু আল্লাহ্কে ডাকব,তাতে মাবুদ আমাকে নিস্তার করবেন।
17. সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি মাতম ও আর্তনাদ করি,আর তিনি আমার স্বর শোনেন।
18. তিনি আমার প্রতিকূল যুদ্ধ থেকে আমার প্রাণ সহিসালামতে মুক্ত করেছেন;কারণ অনেকে আমার বিপক্ষ ছিল!