জবুর শরীফ 51:17-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. আল্লাহ্‌র কোরবানী হল ভগ্ন রূহ্‌;হে আল্লাহ্‌, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না।

18. তুমি তোমার অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর,তুমি জেরুশালেমের প্রাচীর নির্মাণ কর।

19. তখন তুমি ধার্মিকতার কোরবানী,পোড়ানো-কোরবানী ও সমপূর্ণ পোড়ানো-কোরবানীতে প্রীত হবে;তখন লোকে তোমার কোরবানগাহ্‌র উপরে ষাঁড়গুলোর কোরবানী করবে।

জবুর শরীফ 51