10. হে আল্লাহ্ তাদেরকে দোষী কর,তারা নিজেদের মন্ত্রণায় পতিত হোক,তুমি তাদের প্রচুর অধর্মের জন্য তাদেরকে তাড়িয়ে দাও,কেননা তারা তোমার বিদ্রোহী হয়েছে।
11. কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সকলে আহ্লাদিত হোক,তারা চিরকাল আনন্দ গান করুক,কেননা তুমি তাদেরকে রক্ষা করছো;যারা তোমার নাম ভালবাসে, তারা তোমাতে উল্লাস করুক।
12. কেননা তুমি ধার্মিককে দোয়া করবে,হে মাবুদ, তুমি ঢালের মত তাকে প্রসন্নতায় বেষ্টন করবে।