5. তোমার সমস্ত তীর ধারালো,জাতিরা তোমার পদতলে পতিত হয়,বাদশাহ্র দুশমনদের অন্তর বিদ্ধ হয়।
6. হে আল্লাহ্, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী,তোমার রাজদণ্ড সরলতার দণ্ড।
7. তুমি ধার্মিকতাকে মহব্বত করে আসছ,নাফরমানীকে ঘৃণা করে আসছ;এই কারণ আল্লাহ্, তোমার আল্লাহ্,তোমাকে অভিষিক্ত করেছেন,তোমার সখাদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেলে।
8. গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল কোর্তা সুবাসিত হয়,হাতির দাঁতের প্রাসাদগুলো থেকে তারযুক্ত সমস্ত যন্ত্র তোমাকে আনন্দিত করেছে।
9. তোমার মহিলারত্নদের মধ্যে শাহ্জাদীরা আছেন,তোমার ডান দিকে দাঁড়িয়ে আছেন রাণী,ওফীরের সোনা দিয়ে সেজে আছেন।
10. বৎস, শোন, দেখ, কান দাও;তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলে যাও।