18. আমাদের অন্তর ফিরে যায় নি,আমাদের পাদবিক্ষেপ তোমার পথ থেকে ভ্রষ্ট হয় নি।
19. তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ,ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।
20. আমরা যদি আমাদের আল্লাহ্র নাম ভুলে গিয়ে থাকি,যদি অন্য দেবতার প্রতি দু’হাত তুলে থাকি,
21. তবে আল্লাহ্ কি তার সন্ধান পাবেন না?তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সবই জানেন।
22. হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি;আমাদেরকে জবেহ্ করতে নেওয়া ভেড়ার মত মত করে।
23. জাগ্রত হও, হে মালিক, কেন নিদ্রা যাও?উঠ, চিরকালের জন্য ত্যাগ করো না।