জবুর শরীফ 36:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. দুষ্টের হৃদয়ের মধ্যে অধর্ম তার কাছে কথা বলে,আল্লাহ্‌-ভয় তার চোখের অগোচর।

2. সে নিজের দৃষ্টিতে নিজের গর্ব করে বলে,আমার অধর্ম আবিষ্কৃত ও ঘৃণিত হবে না।

3. তার মুখের কালাম অধর্ম ও ছলমাত্র;সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করেছে।

জবুর শরীফ 36