15. তিনি একে একে তাদের হৃদয় গঠন করেন,তিনি তাদের সমস্ত কাজ আলোচনা করেন।
16. কোন বাদশাহ্ মহাসৈন্য দ্বারা উদ্ধার পায় না;বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;
17. ত্রাণের জন্য ঘোড়া মিথ্যা,সে তার মহাশক্তিতে রক্ষা করতে পারে না।
18. দেখ, মাবুদের দৃষ্টি তাদের উপরে,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,যারা তাঁর অটল মহব্বতের প্রতীক্ষা করে,
19. মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করার জন্য,দুর্ভিক্ষে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য।
20. আমাদের প্রাণ মাবুদের অপেক্ষায় রয়েছে;তিনিই আমাদের সহায় ও আমাদের ঢাল।