জবুর শরীফ 31:11-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ,আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র,ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি;পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।

12. মৃত ব্যক্তির মত লোকে আমাকে ভুলে গেছে,আমি নষ্ট হয়ে যাওয়া পাত্রের মত হলাম।

13. কেননা আমি অনেকের কৃত অপবাদ শুনেছি,চারদিকেই ভয়;তারা আমার বিরুদ্ধে একত্র হয়ে মন্ত্রণা করেছে।আমার প্রাণনাশ করার সঙ্কল্প করেছে।

14. কিন্তু, হে মাবুদ, আমি তোমার উপরে নির্ভর করলাম;আমি বললাম, তুমিই আমার আল্লাহ্‌।

জবুর শরীফ 31