জবুর শরীফ 25:14-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. মাবুদের গূঢ় মন্ত্রণা তাঁর ভয়কারীদের অধিকার,তিনি তাদেরকে তাঁর নিয়ম জানাবেন।

15. আমার দৃষ্টি নিরন্তন মাবুদের দিকে,কেননা তিনিই আমার চরণ জাল থেকে উদ্ধার করবেন।

16. আমার প্রতি দৃষ্টি ফিরাও, আমার প্রতি রহম কর,কেননা আমি একাকী ও দুঃখী।

17. আমার অন্তঃকরণের যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে,আমার সমস্ত কষ্ট থেকে আমাকে নিস্তার কর।

জবুর শরীফ 25