18. তারা নিজেদের মধ্যে আমার কাপড়-চোপড় ভাগ করে,আমার কাপড়ের জন্য গুলিবাঁট করে।
19. কিন্তু হে মাবুদ, তুমি দূরে থেকো না;হে আমার সহায়, আমার সাহায্য করতে তাড়াতাড়ি এগিয়ে এসো।
20. তলোয়ার থেকে আমার প্রাণ উদ্ধার কর,আমার একমাত্র [রূহ্] কুকুরের হাত থেকে উদ্ধার কর।
21. নিস্তার কর আমাকে সিংহের মুখ থেকে,আর বন্য ষাঁড়ের শিং থেকে—তুমি আমাকে উত্তর দিয়েছ।
22. আমি আমার ভাইদের কাছে তোমার নাম তবলিগ করবো;সমাজের মধ্যে তোমার নামের প্রশংসা করবো।