জবুর শরীফ 17:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. নয়নের তারার মত আমাকে পাহারা দাও,তোমার পাখার ছায়াতে আমাকে সঙ্গোপন কর,

9. দুষ্টদের থেকে কর, যারা আমাকে নষ্ট করে,প্রাণনাশক দুশমনদের থেকে রক্ষা কর,যারা আমাকে বেষ্টন করে।

10. তারা সমবেদনার প্রতি নিজ নিজ অন্তর বন্ধ করে রেখেছে,তারা মুখে অহঙ্কারের কথা বলে।

11. এখন তারা আমাদের পিছন পিছন এসে আমাদেরকে ঘেরিয়াছে,তারা আমাদেরকে ভূমিসাৎ করবে বলে চোখ স্থির রেখেছে।

জবুর শরীফ 17