9. পর্বতরাজি ও সমস্ত উপপর্বত,ফলের গাছগুলো ও সমস্ত এরস গাছ;
10. বন্য পশুদের ও সমস্ত গৃহপালিত পশু;সরীসৃপ ও উড়ে বেড়ানো সমস্ত পাখি;
11. দুনিয়ার বাদশাহ্রা ও সমস্ত জাতি;শাসনকর্তারা ও দুনিয়ার সকল বিচারকর্তা;
12. যুবকও যুবতীরা;বৃদ্ধ লোকেরা ও বালক-বালিকারা;
13. সকলে মাবুদের নামের প্রশংসা করুক,কেননা কেবল তাঁরই নাম উন্নত,তাঁর গৌরব দুনিয়া ও বেহেশতের উপরে স্থাপিত।