জবুর শরীফ 145:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি তোমার প্রতিষ্ঠা করবো, হে আমার আল্লাহ্‌, আমার বাদশাহ্‌,আমি অনন্তকাল তোমার নামের শুকরিয়া আদায় করবো।

2. প্রতিদিন আমি তোমার শুকরিয়া আদায় করবো,যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করবো।

3. মাবুদ মহান ও অতীব প্রশংসনীয়;তাঁর মহিমার তত্ত্ব পাওয়া যায় না।

4. বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছেতোমার কাজগুলোর প্রশংসা করবে,তোমার পরাক্রমের সমস্ত কাজ তবলিগ করবে।

5. তোমার প্রভার গৌরবযুক্ত মহিমা,ও তোমার আশ্চর্য সমস্ত কাজ আমি ধ্যান করবো।

জবুর শরীফ 145