জবুর শরীফ 126:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদ যখন সিয়োনের বন্দীদেরকে ফিরালেন,তখন আমরা স্বপ্নদর্শকদের মত হলাম।

2. তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হল,আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হল;তৎকালে জাতিদের মধ্যে লোকে বললো,মাবুদ ওদের জন্য অজস্র মহৎ কাজ করেছেন।

3. মাবুদ আমাদের জন্য প্রচুর মহৎ কাজ করেছেন,সেজন্য আমরা আনন্দিত হয়েছি।

জবুর শরীফ 126