3. তখন তারা আমাদেরকে জীবতাবস্থায় গ্রাস করতো,যখন আমাদের প্রতি তাদের ক্রোধ প্রজ্বলিত হত।
4. তখন পানি আমাদেরকে প্লাবিত করতো,স্রোত আমাদের প্রাণের উপর দিয়ে বয়ে যেত;
5. তখন প্রচণ্ড জলোচ্ছাস আমাদের প্লাবিত করে বয়ে যেত।
6. মাবুদ ধন্য হোন, তিনি আমাদেরকেওদের সম্মুখে খাদ্য হিসেবে তুলে দেন নি।