77. আমার প্রতি তোমার করুণা বর্তুক, যেন আমি বাঁচি;কেননা তোমার শরীয়ত আমার হর্ষজনক।
78. অহঙ্কারীরা লজ্জিত হোক,কেননা তারা মিথ্যা বলে আমার সর্বনাশ করেছে;কিন্তু আমি তোমার আদেশমালা ধ্যান করছি।
79. যারা তোমাকে ভয় করে, তারা যেন আমার প্রতি ফিরে আসে,আর তারা তোমার নির্দেশগুলো বুঝবে।
80. আমার দিল তোমার বিধিতে সিদ্ধ হোক,যেন আমি লজ্জিত না হই।
81. তোমার উদ্ধারের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়,আমি তোমার কালামের অপেক্ষা করি।