48. আমি তোমার হুকুমগুলোকে সম্মান করি,সেসব আমি ভালবাসি,আমি তোমার বিধিগুলো ধ্যান করবো।
49. তোমার গোলামের পক্ষে সেই কালাম স্মরণ কর,যা দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করেছ।
50. দুঃখের সময়ে এ-ই আমার সান্ত্বনা,তোমার প্রতিজ্ঞা আমাকে সঞ্জীবিত করেছে।
51. অহঙ্কারীরা আমাকে অতিশয় বিদ্রূপ করেছে,তোমার শরীয়ত থেকে আমি বিমুখ হই নি।