43. আর আমার মুখ থেকে সত্যের কালাম নিঃশেষে হরণ করো না,কেননা আমি তোমার অনুশাসনগুলোর অপেক্ষা করছি।
44. আমি সতত তোমার শরীয়ত পালন করবো,যুগে যুগে চিরকাল করবো।
45. আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করবো,কেননা আমি তোমার আদেশমালার খোঁজ করেছি।
46. আমি বাদশাহ্দের সাক্ষাতেও তোমার নির্দেশগুলোর কথা বলবো,আর আমি লজ্জিত হব না।
47. আমি তোমার আদেশগুলোতে আনন্দ করবো,সেসব আমি ভালবাসি।