জবুর শরীফ 119:40-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. দেখ, আমি তোমার আদেশমালা আকাঙ্খা করে আসছি,তোমার ধর্মশীলতায় আমাকে সঞ্জীবিত কর।

41. আমার প্রতি তোমার অটল মহব্বত বর্তুক,হে মাবুদ, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার উদ্ধার বর্তুক।

42. তবে আমি আমার দুর্নামকারীকে জবাব দিতে পারব,কেননা আমি তোমার কালামে নির্ভর করছি।

43. আর আমার মুখ থেকে সত্যের কালাম নিঃশেষে হরণ করো না,কেননা আমি তোমার অনুশাসনগুলোর অপেক্ষা করছি।

জবুর শরীফ 119