116. তোমার কথা অনুসারে আমাকে ধারণ কর, তাতে বাঁচবো,আমাকে নিজের আশার বিষয়ে লজ্জিত হতে দিও না।
117. আমাকে ধরে রাখ, তাতে রক্ষা পাব,আর তোমার বিধিগুলো সর্বদা মান্য করবো।
118. তুমি তাদের সকলকে হেয়জ্ঞান করেছ,যারা তোমার বিধি-পথ থেকে ভুল পথে চলে;কেননা তাদের প্রবঞ্চনা অসার।
119. তুমি দুনিয়ার সমস্ত দুষ্টকে আবর্জনার মত দূর করে থাক,তাই আমি তোমার নির্দেশগুলো ভালবাসি।
120. তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়,তোমার বিচারগুলোতে আমি ভীত হই।
121. আমি ন্যায়বিচার ও সঠিক কাজ করেছি,আমাকে জুলুমবাজদের হাতে তুলে দিও না।