9. আমি মাবুদের সাক্ষাতে যাতায়াত করবো,জীবিতদের দেশেই করবো।
10. আমার বিশ্বাস আছে, তাই কথা বলবো;আমি নিতান্ত দুঃখার্ত ছিলাম।
11. আমি উদ্বেগে বলেছিলাম, সব মানুষই মিথ্যাবাদী।
12. আমি মাবুদ থেকে যেসব মঙ্গল পেয়েছি,তার পরিবর্তে তাঁকে কি ফিরিয়ে দেব?
13. আমি উদ্ধারের পানপাত্র গ্রহণ করবো,এবং মাবুদের নামে ডাকব।