জবুর শরীফ 115:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. হাত থাকতেও স্পর্শ করতে পারে না;পা থাকতেও চলতে পারে না;তারা কণ্ঠ দিয়ে কোন আওয়াজ করতে পারে না।

8. যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,আর যে কেউ সেসব জিনিসের উপর নির্ভর করে।

9. হে ইসরাইল, তুমি মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’

10. হারুনের কুল, তোমরা মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’

11. মাবুদের ভয়কারীরা, মাবুদের উপর নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’

জবুর শরীফ 115