জবুর শরীফ 109:24-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. রোজা রেখে রেখে আমার হাঁটু দুর্বল হয়েছে,আমার দেহ ক্ষীণ হয়েছে।

25. আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি;তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে।

26. হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমায় সাহায্য কর,নিজের অটল মহব্বত অনুসারে আমাকে নিস্তার কর,

জবুর শরীফ 109