24. তারা মাবুদের সমস্ত কাজ দেখে,গভীর পানিতে তাঁর আশ্চর্য ব্যাপারগুলো দেখে।
25. তিনি হুকুম দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন,তা পানির তরঙ্গমালা উঠায়।
26. তারা আসমানে উঠে, তারা পানির গভীরে নামে;বিপাকে পড়ে তাদের প্রাণ গলে যায়।
27. তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে,তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়।