জবুর শরীফ 107:14-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া থেকে তাদেরকে বের করে আনলেন,তাদের বন্ধনগুলো কেটে ফেললেন।

15. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের দরুন,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুন!

16. কারণ তিনি ব্রোঞ্জের দ্বার ভেঙ্গে ফেলেছেন,লোহার অর্গল কেটে ফেলেছেন।

17. মূর্খেরা নিজেদের অধর্মাচরণের দরুন,নিজেদের অপরাধের দরুন দুর্দশাপন্ন হয়।

জবুর শরীফ 107