জবুর শরীফ 106:41-44 কিতাবুল মোকাদ্দস (BACIB)

41. তিনি তাদেরকে জাতিদের হাতে তুলে দিলেন,তাতে তাদের বিদ্বেষীরা তাদের উপরে কর্তৃত্ব করলো।

42. তাদের দুশমনরাও তাদের প্রতি জুলুম করলো,এবং তারা ওদের অধীনে নত হল।

43. অনেকবার তিনি তাদেরকে উদ্ধার করলেন,কিন্তু তারা নিজেদের মন্ত্রণায় বিদ্রোহী হল,ও নিজেদের অপরাধে দুর্বল হয়ে পড়লো।

44. তবুও তিনি যখন তাদের কাতরোক্তি শুনলেন,তখন তাদের সঙ্কটের প্রতি দৃষ্টিপাত করলেন।

জবুর শরীফ 106