জবুর শরীফ 106:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা হোক!মাবুদের প্রশংসা-গজল কর,কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

2. কে মাবুদের বিক্রমের সমস্ত কাজ বর্ণনা করতে পারে?কে তাঁর সমস্ত প্রশংসা তবলিগ করতে পারে?

3. সুখী তারা, যারা ন্যায় রক্ষা করে,যারা সতত ধর্মময়তা বজায় রাখে।

জবুর শরীফ 106