26. তিনি পাঠালেন তাঁর গোলাম মূসা ও হারুনকে,যাঁকে তিনি মনোনীত করেছিলেন।
27. তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন,হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন।
28. তিনি অন্ধকার পাঠালেন, আর অন্ধকার হল;তাঁরা তাঁর কালামের বিরুদ্ধাচরণ করলেন না।
29. তিনি ওদের পানি রক্তে পরিণত করলেন,ওদের সমস্ত মাছ মেরে ফেললেন।
30. ওদের দেশ ব্যাঙে পরিপূর্ণ হল,ওদের বাদশাহ্দের অন্তঃপুরে তা প্রবেশ করলো।
31. তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল,পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে।
32. তিনি ওদেরকে বৃষ্টির পরিবর্তে শিলা দিলেন,ওদের দেশে শিখাযুক্ত আগুন বর্ষণ করলেন।
33. আর তিনি ওদের আঙ্গুরলতা ও ডুমুরগাছে আঘাত করলেন,ওদের অঞ্চলের গাছ ভেঙ্গে ফেললেন।
34. তিনি বললেন, আর পঙ্গপাল এল,অসংখ্য পতঙ্গ এল।
35. তারা ওদের দেশের সমস্ত ওষধি গ্রাস করলো,ওদের ভূমির ফল খেয়ে ফেললো।
36. আর তিনি ওদের দেশে প্রথমজাত সকলকে,ওদের সমস্ত শক্তির প্রথম ফলকে, আঘাত করলেন।
37. পরে তিনি লোকদেরকে রূপা ও সোনার সঙ্গে বের করে আনলেন,তাঁর গোষ্ঠীগুলোর মধ্যে এক জনও হোঁচট খায় নি।
38. তারা প্রস্থান করলে মিসর আনন্দ করলো,কারণ ওরা তাদের থেকে ত্রাসযুক্ত হয়েছিল।
39. তিনি চন্দ্রাতপের জন্য মেঘ বিস্তার করলেন,তিনি রাত আলোকময় করার জন্য আগুন দিলেন।
40. তারা যাচ্ঞা করলেতিনি ভারুই পাখি আনালেন,এবং বেহেশতী খাদ্যে তাদেরকে তৃপ্ত করলেন।
41. তিনি শৈল খুলে দিলেন, পানি প্রবাহিত হল;তা নদী হয়ে শুকনো ভূমিতে প্রবাহিত হল।
42. কারণ তিনি তাঁর পবিত্র কালাম স্মরণ করলেন,তাঁর গোলাম ইব্রাহিমকে স্মরণ করলেন।
43. তিনি তাঁর লোকদেরকে আনন্দ সহ,নিজের মনোনীত লোকদেরকে সঙ্গীতের সঙ্গে বের করে আনলেন।
44. তিনি তাদেরকে জাতিদের দেশ দিলেন,তারা লোকবৃন্দের শ্রম ফলের অধিকারী হল,