জবুর শরীফ 105:10-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে,ইসরাইলের জন্য চিরকালীন নিয়ম হিসেবে দাঁড় করালেন।

11. তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব,তা-ই তোমাদের উত্তরাধিকারের জন্য তোমার অংশ।

12. তৎকালে তারা সংখ্যাতে বেশি ছিল না, তারা অল্পই ছিল,এবং সেখানে প্রবাসী ছিল।

13. তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে,এক রাজ্য থেকে অন্য লোকবৃন্দের কাছে ঘুরে বেড়াত।

14. তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না,বরং তাদের জন্য বাদশাহ্‌দেরকে অনুযোগ করতেন;

জবুর শরীফ 105