জবুর শরীফ 104:19-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করেছেন,সূর্য তার অস্তগমনের সময় জানে।

20. তুমি অন্ধকার করলে রাত হয়,তখন সমস্ত বন্যপশু ঘুরে বেড়ায়,

21. যুবসিংহরা শিকারের চেষ্টায় গর্জন করে,আল্লাহ্‌র কাছে তাদের খাদ্য খোঁজ করে।

22. সূর্য উদিত হলে তারা চলে যায়,নিজ নিজ গহ্বরে শয়ন করে।

জবুর শরীফ 104