কাজীগণ 5:24-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. মহিলাদের মধ্যে যায়েল ধন্যা,কেনীয় হেবরের পত্নী ধন্যা,তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।

25. সে পানি চাইল, তিনি তাকে দুধ দিলেন।রাজোপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।

26. তিনি গোঁজে হাত দিলেন।কর্মকারের হাতুড়ি ডান হাত দিলেন;তিনি সীষরাকে হাতুড়ি মারলেন,তার মস্তক বিদ্ধ করলেন,তার কাণপাটি ভাঙলেন, বিদ্ধ করলেন।

27. সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল;তাঁর চরণে হেঁট হয়ে পড়লো;যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো।

28. সীষরার মা জানালা দিয়ে চাইল,সে জানালা থেকে ডেকে বললো,তার রথ আসতে কেন বিলম্ব করে?তার রথের চাকা কেন ধীরে ধীরে চলে?

কাজীগণ 5