13. তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো;মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।
14. আফরাহীম থেকে আমালেক-নিবাসীরা এল;বিন্ইয়ামীন তোমার লোকদের মধ্যে তোমার পিছনে এল;মাখীর থেকে নেতৃবর্গ নামলেন, সবূলূন থেকে রণ-দণ্ডধারীরা নামলেন।
15. ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন,ইষাখর যেমন বারকও তেমনি,তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন।রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল।