8. শফটিয়ের সন্তানদের মধ্যে মিকাইলের পুত্র সবদিয় ও তার সঙ্গী আশি জন পুরুষ।
9. যোয়াবের সন্তানদের মধ্যে যিহিয়েলের পুত্র ওবদিয় ও তার সঙ্গী দুই শত আঠার জন পুরুষ।
10. শলোমীতের সন্তানদের মধ্যে যোষিফিয়ের পুত্র ও তার সঙ্গী এক শত ষাট জন পুরুষ।
11. আর বেবয়ের সন্তানদের মধ্যে বেবয়ের পুত্র জাকারিয়া ও তার সঙ্গী আঠাশ জন পুরুষ।
12. অস্গদের সন্তানদের মধ্যে হকাটনের পুত্র যোহানন ও তার সঙ্গী এক শত দশ জন পুরুষ।
13. অদোনীকামের শেষ সন্তানদের মধ্যে কয়েক জন, তাদের নাম ইলীফেলট, যিয়ূয়েল ও শমরিয় ও তাদের সঙ্গী ষাট জন পুরুষ।
14. বিগ্বয়ের সন্তানদের মধ্যে ঊথয় ও সব্বূদ ও তাদের সঙ্গী সত্তর জন পুরুষ।